৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি
আগামী বছরের ৮ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে (টিবিএস) এ তথ্য নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা নিয়ে আলোচনা শুরু করেছেন। আলোচনায় আগামী বছরের ৫, ৮ ও ১২ ফেব্রুয়ারি—এই তিনটি তারিখ নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে ৫ ও ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আর ৮ ফেব্রুয়ারি রোববার।
৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের যৌক্তিকতা তুলে ধরে ওই কর্মকর্তা বলেন, '৮ তারিখের আগে শুক্র ও শনিবার দুই দিন সরকারি ছুটি রয়েছে। ফলে শহরে বসবাসকারী ভোটাররা, বিশেষ করে চাকরিজীবীরা ছুটির দিনে নিজের এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।'
তিনি আরও বলেন, 'অন্যদিকে, বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হলে ভোটারদের নিজস্ব এলাকায় যেতে বুধবার ছুটি নিতে হবে, যা অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে। এ কারণে নির্বাচন কমিশনের বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তা ৮ ফেব্রুয়ারি রোববার ভোট করার পক্ষেই মত দিয়েছেন।'
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ স্বাধীন একটি প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী এই সাংবিধানিক সংস্থাটিই নির্বাচনের তফসিল ও দিনক্ষণ ঘোষণা করবে। তাই তফসিল ঘোষণার আগে নির্বাচনের তারিখ সম্পর্কে ধারণা থাকলেও সরকার তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারে না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
নির্বাচন পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে ওই কর্মকর্তা আরও জানান, ভোটগ্রহণের পর ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করতে দুই দিন সময় লাগতে পারে। গেজেট প্রকাশের পরই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী রাজনৈতিক দল বা জোটকে সরকার গঠনের আহ্বান জানানো হবে।
