চট্টগ্রাম বন্দর আধুনিকায়নের পক্ষে হলেও চুক্তির গোপনীয়তা নিয়ে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের
চট্টগ্রাম বন্দর আধুনিকায়নের পক্ষে হলেও চুক্তির গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার পাশাপাশি বিদেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, 'কিন্তু সেই বিনিয়োগ ১৩ দিনের মধ্যে আনতে হবে এবং নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে হবে বলে আমি মনে করি না।'
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর পল্টনে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত 'অর্থনৈতিক সাংবাদিকতা' বিষয়ক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এটি বৈদেশিক বিনিয়োগ আনার ক্ষেত্রে একটি 'অপ উদাহরণ' হয়ে যায় কি-না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
বর্তমান গণমাধ্যম সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন না করায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, 'এর জবাব এই সরকারকেই দিয়ে যেতে হবে। এক জায়গায় সরকার কিছুই করলেন না, আরেক জায়গায় ১৩ দিনের মধ্যে এত কিছু করে দেখালেন। তার মানে তারা চেষ্টা করলে পারে। তাহলে অন্য জায়গায় পারল না কেন, এই প্রশ্ন আমাদের মধ্যে জাগে। এর মধ্যে কোথায় যেন একটা রাজনৈতিক অভিলাষ রয়ে গেছে।'
তিনি আরও বলেন, 'গত সরকারকে চৌর্যবৃত্তিতে সহযোগিতা করেছে আমলাতন্ত্র। তার মধ্যে দুই-তিনজনকে যদি চিহ্নিত করা হয়, তাহলে তার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের তখনকার প্রধান তাদের একজন।'
