যারা জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের ঘোষণা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়াকে কেউ প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, 'যারা নির্বাচন প্রতিহতর করার ঘোষণা দিচ্ছে, সব ধরণের ব্যবস্থা আমরা নিব। এ বিষয় সবার সহোযোগিতায় লাগবে, সাংবাদিক, ভোটারদের, দেশবাসীর সবাই মিলে এই ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করবো। রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদা দিয়েছে তারা সুন্দর নির্বাচন চায়।'
বুধবার (২৬ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে নির্বাচনি প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
নির্বাচন ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে। রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে সে অনুযায়ী ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি (আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন) ঠিক করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আগামী ৩০ নভেম্বর বসার কথা রয়েছে। সেখানে ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি ফাইনাল হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'আমি বলবোনা আইনশৃঙ্খলা পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে। ৫ আগস্ট ২০২৪ এ দেখেছেন কি অবস্থা ছিল। আর এখানকার অবস্থা দেখেন, তুলনা করেন। আপনি সেইফলি ঘুমাতে পারছেন, সেইফলি এখানে আসতে পারছেন। পথে তো কোন অসুবিধা হয় নি। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে।'
সিইসি বলেন, পুলিশ, আনসার, বিজিবিসহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে। এ সময় জাতিকে সুষ্ঠু, নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
