ডিসি-ইউএনও পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ডিসি, ইউএনওকে পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন। এই সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক সরকার প্রয়োজন।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চালের দাম ঊর্ধ্বমুখী, এটা সিন্ডিকেটের কারণে, নাকি অন্য কোনো কারণে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, 'চালটা শুধুমাত্র সরবরাহের ওপর নির্ভর করে না। সাপ্লাই ছাড়াও ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো, এগুলো তো বেশিরভাগ পাইকারি এবং খুচরার ওপর ডিপেন্ড করে। অতএব এইটার দায়িত্বে তো আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, স্থানীয় প্রশাসন আছে, ওরা দেখবে। আর সবচেয়ে বেশি হলো আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে।'
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, পৃথিবীর উন্নত দেশেও জিনিসপত্রের দাম বাড়ে, তবে তা ভ্যালিড বা যৌক্তিক কারণে। কিন্তু আমাদের এখানে অনেক চাল থাকার পরও হঠাৎ এক জায়গায় ওরা মিলেমিশে দাম বাড়িয়ে দেয়।
'এগুলোর সমাধান প্রশাসন দিয়ে হয় না। এগুলার সমাধান কিন্তু একটা রাজনৈতিক দল করতে পারে। কারণ তাদের এই মোরাল সলিউশন করার... সেটা থাকে। তাদের ভয়েসটা দিতে পারে। তাদের কর্মীরা আছে। তাদের সেটাপ আছে। কিন্তু এই এডমিনিস্ট্রেশন থেকে ডিসিকে পাঠিয়ে, ইউএনএকে পাঠিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন', আরও বলেন তিনি।
নির্বাচনী ব্যয় প্রসঙ্গে উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন আর গণভোট একসঙ্গে আয়োজন করায় খরচ বাড়বে, তবে এই বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই—এটি উন্মুক্ত রাখা হয়েছে।
৩ হাজার কোটি টাকা নির্বাচনী বরাদ্দ বাড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'এখন বাড়া বা কমার ব্যাপারে আমি কিছু বলব না। কারণ, ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে পারে, গণভোটের ব্যাপারটা আসছে—এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি ওই প্রজেকশনে হয়ত ছিল না।'
চ্যালেঞ্জ হলেও গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, 'দুই দিন ভোট করাটা খুব কঠিন কাজ। এত বড় জিনিস, রিটার্নিং অফিসার নিয়োগ করা—এটা খুব সোজা কাজ না। এমনকি ব্যাংক কর্মকর্তা ও স্কুলের শিক্ষকরাও ডিউটিতে থাকবেন। তাদের দুই দিন নিয়ে আসা এবং ব্যবস্থাপনা করা কঠিন। তাই লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করাটাই ভালো এবং সুষ্ঠুভাবে করা সম্ভব।' পৃথিবীর অনেক দেশে একদিনেই ভোট ও গণভোট হয় বলেও তিনি উল্লেখ করেন।
