রামপুরায় ২৮ জনকে হত্যা: ট্রাইব্যুনালে হাজির লে. কর্নেল রেদোয়ান ও মেজর রাফাত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ২৮ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে সবুজ রঙের শীততাপ নিয়ন্ত্রিত বিশেষ প্রিজন ভ্যানে করে এই দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। তাদের হাজিরাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সুপ্রিম কোর্টের প্রবেশপথ ও ট্রাইব্যুনালের মূল ফটকসহ পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট এলাকার আশপাশে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আজ এ মামলায় পলাতক দুই আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগসহ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ধার্য হতে পারে বলে জানা গেছে।
লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
