পেছাল শাকসু নির্বাচন, নতুন তারিখ আগামী ২০ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন ১৭ ডিসেম্বরের পরিবর্তে ২০২৬ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন-১-এর চতুর্থ তলার সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ছাত্রসংগঠনের নেতা ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাকসু নির্বাচন নিয়ে উন্মুক্ত আলোচনা সভা হয়।
আরও বলা হয়, সভায় উপস্থিত সবার সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী, সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে, গত বৃহস্পতিবার তফসিল মোতাবেক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। আজ রবিবার ছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন।
গত ১৪ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন শাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
এছাড়া, ১৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মাহমুদ মোকাদ্দেছ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
