শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ১৭ ডিসেম্বরই ভোট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মাহমুদ মোকাদ্দেছ এ তফসিল ঘোষণা করেন।
এর আগে, নির্বাচন এগিয়ে আনার দাবিতে ছাত্রশিবিরসহ কয়েকটি ছাত্র সংগঠন আন্দোলন করছিল। এই দাবিতে শুক্রবার মধ্যরাত থেকে পরদিন ভোর পর্যন্ত তারা উপাচার্য, সহ-উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। তবে ছাত্রদল প্রশাসনের নির্ধারিত ১৭ ডিসেম্বরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
নির্বাচনের সময়সূচি
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা এবং ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে। যাচাই-বাছাই শেষে ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা এবং ৩০ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের পর ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই তফসিলে হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী নির্বাচনের জন্য ১৭ ডিসেম্বর তারিখ ঘোষণা করেন। কিন্তু ঘোষণার পরপরই শিক্ষার্থীদের একাংশ ওই তারিখ প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করে এবং উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফেলে।
