ভূমিকম্পের ঝুঁকি: ৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলার সব কূপ খনন ও জরিপ কাজ স্থগিত
ভূমিকম্পের ঝুঁকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেট্রোবাংলা তাদের অধীনস্থ কোম্পানিগুলোর সব ধরণের কূপ খনন ও সিসমিক জরিপ (ভূকম্পন জরিপ) কাজ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করেছে।
আজ (২৩ নভেম্বর) পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টা এসব কার্যক্রম বন্ধ থাকবে।
পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'কূপ খনন ও সিসমিক জরিপের কাজে নিয়োজিত জনবলের নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ নভেম্বর পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।'
তিনি আরও জানান, পেট্রোবাংলার অধিভুক্ত কোম্পানিগুলোতে চলমান অনুসন্ধান এবং কূপ সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগামী ২৫ নভেম্বর সকাল ৮টায় পুনরায় এসব কার্যক্রম শুরু হবে।
স্থগিত হওয়া কূপগুলো হলো—শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০এক্স এবং রশিদপুর-১১। বর্তমানে এসব কূপে খনন, অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রমের বিভিন্ন ধাপের কাজ চলছিল।
এর পাশাপাশি কারিগরি দলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যন্ত্রপাতির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলমান সিসমিক জরিপ কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, ভূমিকম্পের সময় সংবেদনশীল যন্ত্রপাতি এবং মাঠ পর্যায়ের কার্যক্রম ঝুঁকির মুখে পড়তে পারে বলেই এই সতর্কতা।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এই কম্পনে রাজধানী ঢাকার ভবনগুলো কেঁপে ওঠে এবং এতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এছাড়া গতকালও ঢাকায় ফের মৃদু কম্পন অনুভূত হয়েছে।
