ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় রাজউকের প্রতি হাইকোর্টের ক্ষোভ, রিটের প্রস্তুতি
রাজধানী ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতি ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজউকের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে লিখিতভাবে রিট আবেদন করতে বলেছেন আদালত।
আজ রোববার (২৩ নভেম্বর) সকালে আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন হাইকোর্ট বেঞ্চের সামনে বিষয়টি তুলে ধরেন। বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চ ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে রাজউকের দ্রুত পদক্ষেপ চেয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে আইনজীবীকে লিখিত রিট আবেদন দাখিলের নির্দেশ দেন।
ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন তেহসিল টিবিএসকে বলেছেন, 'আমি আদালতে সংবাদ প্রতিবেদনগুলো উপস্থাপন করেছি। আদালত বিষয়টিকে খুবই গুরুত্বসহকারে দেখেছে এবং মন্তব্য করেছেন, সংবাদপত্রের তথ্য অনুযায়ী পরবর্তী পাঁচ দিনের মধ্যে আরও ভূমিকম্প ঘটতে পারে। আদালত আমাকে রুল জারি করার জন্য রিট আবেদনের নির্দেশ দিয়েছেন।'
তিনি আরও বলেন, 'দুই দিন পরপর চারবার ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে সাত মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। রাজউক রাজধানীতে ৩৩৮২টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সাত মাত্রার ভূমিকম্প হলে যে ক্ষতির মুখোমুখি হতে হবে, তা পূরণ করা সম্ভব নয়। তাই রাজউক দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।'
ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন বলেন, 'আমরা রিট আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই এটি দায়ের হবে।'
