ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করায় আমার বিরুদ্ধে বারবার মামলা হচ্ছে: আদালতে তুরিন আফরোজ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করার কারণেই একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। রোববার (১৪ ডিসেম্বর) অপহরণ চেষ্টা ও মারধরের অভিযোগে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিকালে আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে এই দাবি করেন।
এদিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানিতে তুরিন আফরোজের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আদালতের উদ্দেশে বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালনের কারণে ওনার বিরুদ্ধে বারবার মামলা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ৬টি মামলা হয়েছে।'
নতুন মামলার অসঙ্গতি তুলে ধরে আইনজীবী বলেন, 'আজ যে মামলায় (বাসের টাকা সংক্রান্ত) তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তার অভিযোগ ২০২২ সালের। সেখানে বলা হয়েছে, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রভাব খাটিয়েছেন অথচ উনি তো ট্রাইব্যুনাল থেকে ২০১৯ সালেই পদত্যাগ করেছেন। তিন বছর পর তিনি কীভাবে প্রভাব খাটাবেন? ওনার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা এবং কেবল হয়রানির উদ্দেশ্যেই করা হচ্ছে।'
রোববার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় তুরিন আফরোজকে সিএমএম আদালতের এজলাসে তোলা হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীর সঙ্গে কথা বলার সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। এ সময় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী দূর থেকে তার হাসিখুশির কারণ জানতে চাইলেও তিনি কোনো জবাব দেননি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করে বলেন, তুরিন আফরোজ বাদীর কাছ থেকে ৭৮ লাখ টাকায় দুটি বাস কেনার চুক্তি করে ৪৮ লাখ টাকা পরিশোধ করেন। বাকি টাকা না দিয়ে উল্টো তিনি প্রভাব খাটিয়ে বাদীকে হুমকি দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ৫ এপ্রিল পাওনা টাকা চাইতে গেলে তুরিন আফরোজের নির্দেশে ২৫-৩০ জন সন্ত্রাসী বাদীর বাসায় হামলা চালায় এবং তার সাত বছরের শিশুকন্যাকে অপহরণের চেষ্টা করে। এ ঘটনায় ২০২২ সালের ১৩ এপ্রিল নাবিশা এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা মনজুর আলম নাহিদ বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
