হাদি হত্যাচেষ্টা: পরিকল্পনার বিষয়ে কিছুই জানেন না দাবি ফয়সালের স্ত্রী-শ্যালক ও বান্ধবীর
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তবে রিমান্ড শুনানিকালে আসামিরা আদালতের কাছে দাবি করেছেন, তারা এই হামলার পরিকল্পনার বিষয়ে কিছুই জানেন না।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক তাদের বক্তব্য জানতে চাইলে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন বলেন, 'ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার ২-৩ দিন আগে আমার সাথে দেখা হয়, এরপর আর দেখা হয়নি। ঘটনার দিন কথা হয়, এরপর থেকে আর যোগাযোগ নেই। সে আমাদের সাথেও থাকে না, অনেক রাতে আসত আবার ভোরে চলে যেত।'
নিজের দুই বছরের বাচ্চার কথা উল্লেখ করে সাহেদা বলেন, 'যা তথ্য দেওয়ার দিয়েছি। আমাদের হয়ে কথা বলার মতো বাবার বাড়িতেও কেউ নেই।'
ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার আদালতকে বলেন, 'সে আমার ফেসবুক বন্ধু। হামলার বিষয়ে কোনো কথা হয়নি। আমার আর্থিক সমস্যার কারণে সে কিছু টাকা দেবে বলে জানিয়েছিল।' শ্যালক ওয়াহিদ আহমেদ সিপুও ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, 'হাদী জুলাই আন্দোলনের বীর সৈনিক। ছাত্রলীগের সহায়তায় দীর্ঘদিন পরিকল্পনার পর ফয়সাল করিম মাসুদ এ ঘটনা ঘটিয়েছে। সরকার তাকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এই তিনজন তদন্তে প্রাপ্ত আসামি। তারা একইসঙ্গে, একই ঘরে ছিল। স্বাধীন-সার্বভৌম দেশকে ধ্বংসের প্রক্রিয়া চলছে।'
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢামেক ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকেও ৫৪ ধারায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
