বাইপাইল নয়, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর পলাশে, বিশ্লেষণে সমস্যার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর
আজ শনিবার সকালে ৩.৩ মাত্রার যে মৃদু ভূমিকম্পটি হয়েছিল, সেটির উৎপত্তিস্থল ঢাকার সাভারের বাইপাইলে নয়, এর উৎপত্তি ছিল নরসিংদীর পলাশে।
এর আগে দুপুর ১টার দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা। তবে বিকেল ৪টার দিকে আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল পলাশে। বিশ্লেষণে সমস্যার কারণে এই ভুল হয়েছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর টিবিএসকে বলেন, "সকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল নির্ণয়ে শুরুতে আমাদের কিছু ভুল ছিলো। আমরা বিভিন্ন মডেল ব্যবহার করে কেন্দ্র নির্নয় করি তাই হিসেবে কিছুটা ভুল ছিলো। পরে সেটা সংশোধন করা হয়েছে।"
আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ২৯ কিলোমিটার। রাজধানীর বেশ কিছু স্থানে খুব হালকা কম্পন অনুভূত হওয়ার কথাও জানিয়েছেন কয়েকজন বাসিন্দা। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, গতকাল (শুক্রবার) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন। এ ছাড়া বিভিন্ন জেলায় কয়েকশ' মানুষ আহত হন।
