৫০০০ মোটরসাইকেল নিয়ে কুমিল্লা-৬ আসনের জামায়াতের প্রার্থী দ্বীন মোহাম্মদের শোভাযাত্রা
কুমিল্লা -৬ (সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান তারা। একইসঙ্গে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। জামায়াতের নেতা-কর্মীরা জানান, পাঁচ হাজর মোটরসাইকেল নিয়ে তারা শোভাযাত্রায় অংশ নেন।
কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজী দ্বীন মোহাম্মদ।
শোভাযাত্রা শেষে নেতা-কর্মীদের উদ্দেশ্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব। আগামী দিনের ন্যায়ভিত্তিক ও ইনসাফমুখী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। এজন্য দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞা করার আহ্বান জানাই।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে কুমিল্লা সদর-সদর দক্ষিণ এলাকায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও সংস্কার করব। স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সূষ্টি করব। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, নতুন স্কুল-কলেজ স্থাপন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির জন্য, হাসপাতাল আধুনিকীকরণ, কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনের ভূমিকা রাখব।
