সরকার একই দিনে গণভোটের সিদ্ধান্ত কারো কুপরামর্শে নিয়েছে: গোলাম পরওয়ার
সরকার একই দিনে গণভোটের সিদ্ধান্ত কারো কুপরামর্শে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, '৮ দলের জোটে নতুন জাগরণ তৈরি হয়েছে। অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। সরকার একই দিনে গণভোটের সিদ্ধান্ত কারো কুপরামর্শে নিয়েছে।'
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এ আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। এতে ৮ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে উল্লেখ করে জামায়াতের এই নেতা সরকারের উদ্দেশ্যে বলেন, 'এখনো সুযোগ আছে, গেজেট পরিবর্তন করুন। জনগণ নির্বাচনের আগেই গণভোট চায়।'
তিনি আরও বলেন, 'একটি দল এখনো ষড়যন্ত্র করছে। গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট হবে। হ্যাঁ ভোট মানে হলো ফ্যাসিবাদবিরোধী নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে এবং সুশাসনের পক্ষে। জনগণের ম্যান্ডেট নষ্ট করা যাবে না। কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।'
গোলাম পরওয়ার বলেন, মানুষের মনে আশার সঞ্চার হয়েছে যে নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমাদের এবারের সংগ্রাম চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা ৮ দল জাগরণের বার্তা নিয়ে এসেছি। পরিবর্তনের বার্তা গ্রামে গঞ্জে পৌঁছে দিতে হবে। আমাদের এই ৮ দল আর ৮ দল থাকছে না, আমাদের সাথে আরও অনেক দল আসার আবেদন করছে। সবার প্রত্যাশা একটা নতুন বাংলাদেশ চাই।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সম্পন্ন করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে কমিশনের পক্ষ থেকে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে গণভোটে উপস্থাপিত প্রশ্ন, সংশ্লিষ্ট সনদ ও সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটারদের সামনে উপস্থাপন করা হবে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-সংক্রান্ত একটি নির্দিষ্ট প্রশ্ন। ভোটাররা 'হ্যাঁ' অথবা 'না'-এই দু'টি বিকল্পের মধ্যে একটিকে বেছে নেবেন।
গণভোটের প্রশ্নে বলা হবে- 'আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?' (হ্যাঁ/না)।
আগামীর সংসদ হবে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত: জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর
সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামীর সংসদ হবে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সংসদ। চাঁদাবাজদের প্রতিহত করব ইনশা আল্লাহ। অতীতে যারা চাঁদাবাজি করেছে, তাদের আর খাওয়া নাই। আগামীর সংসদ হবে আল-কোরআনের সংসদ। আগামীতে সচিবালয়, সংসদ ও বিচারালয়সহ সবকিছু চলবে আল-কোরআন দিয়ে।
সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, 'জুলাই বিপ্লব কোনো একক দলের নেতৃত্বে হয়নি। কিন্তু এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে।'
তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, 'আমরা বলব, নিরপেক্ষ ভূমিকা পালন করুন।'
জামায়াতের এই নেতা দাবি করেন, 'ষড়যন্ত্র চলছে। যথাসময়ে নির্বাচন হতে হবে। গণভোট আগে দিতে হবে। গণহত্যার বিচার করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এই দেশ কারও বাবার দেশ নয়, কোনো পরিবারের দেশ নয়। এই দেশ ১৮ কোটি জনগণের দেশ।'
'একই দিনে গণভোট ও নির্বাচন চ্যালেঞ্জের, এটা জনগণ বুঝলেও অন্তর্বর্তী সরকার ও বিএনপি বোঝেনি'
একটি দলকে 'চান্দা পার্টি' উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, 'চান্দা পার্টি পোস্টার ছিঁড়ছে। তারা ৮ দলের নেতাদের পোস্টার ছিঁড়তে পারে, কিন্তু মানুষের মন থেকে মুছতে পারবে না। নির্বাচনী প্রচারণায় বুলেট মারা হচ্ছে। জনগণ বুলেটের জবাব ব্যালটে দেবে।'
নির্বাচনের দিন গণভোট প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, 'নির্বাচনের দিন গণভোটের নজির ইতিহাসে নেই। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, একই দিনে গণভোট ও নির্বাচন চ্যালেঞ্জের বিষয়। যারা আয়োজন করবেন, তারা বুঝে গেছেন, কিন্তু বিএনপি বোঝেনি। জনগণ বুঝে গেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার বোঝে নাই৷'
তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে চিনেছে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তার গণহত্যার বৈধতা দেওয়া জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করা হয়নি৷ অবিলম্বে ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।'
