রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন টের পেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫; কেন্দ্রস্থল ছিল নরসিংদীর পশ্চিম–দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়।
ইউএসজিএস আরও জানায়, ভূমিকম্পটি ভারতীয় প্লেটের ভেতরে অগভীর গভীরতায় রিভার্স ফল্টের ফলে সংঘটিত হয়েছে। ফোকাল মেকানিজম বিশ্লেষণে দেখা গেছে, পূর্বমুখী মাঝারি ঢালযুক্ত একটি ফল্টে অথবা পশ্চিম–উত্তর-পশ্চিমমুখী মাঝারি ঢালযুক্ত আরেকটি মাঝারি ঢালযুক্ত ফল্টে বিচ্ছেদ বা রাপচার ঘটেছে।
ইউএসজিএস-এর তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। যদিও ভারতের সঙ্গে ইউরেশীয় প্লেটের মিথস্ক্রিয়ার কারণে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চল ভূমিকম্পপ্রবণ, তবে যেসব আজ যেসব এলাকায় এ ভূমিকম্প হয়েছে, সেগুলো তুলনামূলকভাবে কম ভূমিকম্পপ্রবণ বা ভূকম্পন–নিষ্ক্রিয় অঞ্চল।
কম্পনের ধাক্কায় অনেক ভবনের জানালার কাঁচ ভেঙে গেছে এবং অনেক জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। বেশ কিছু ভবনের দেওয়ালে ফাটল দেখা গেছে।
ঢাকার খিলক্ষেত এলাকায় ৯ তলা ভবনের বাসিন্দা কামরুন্নাহার জুই বলেন, "চুলায় দুধ ছিল পাতিলে, কম্পনে চুলা থেকে পাতিল পড়ে যায়। এত ভয় কখনও পাইনি।"
কল্যাণপুর এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়। এ সময় কথা হয় আবু সুফিয়ান ফাহিমের সঙ্গে। তিনি বলেন, "আল্লাহ রহম করেছেন। আরেকটু হলে রুমের আলমারি দুলতে দুলতে পড়েই যেত। ভূমিকম্পটি বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল, ৫তলা বাসা পুরো দুলে উঠেছিল।"
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল এবং মুহসিন হলের দুই শিক্ষার্থী ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দিয়ে নিচে নামতে গিয়ে পা ভেঙ্গে ফেলেছেন। মুহসিন হলের আবাসিক শিক্ষার্থী তানজির হোসেন চতুর্থ তলা থেকে লাফ দেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঢাকা-নরসিংদীর বাইরে এখন পর্যন্ত মাগুরা, রাজশাহী, নেত্রকোনা, বরিশাল, নোয়াখালী এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, পাশের দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির গণমাধ্যম সংস্থা এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
