এনসিপির মনোনয়নপত্র নিলেন জুলাই অভ্যুত্থানে স্যালুট দেওয়া সেই রিকশাচালক
ঢাকা–৮ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন জুলাই অভ্যুত্থানে স্যালুট দেওয়া আলোচিত সেই রিকশাচালক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন গ্রহণের পর তিনি জানান, ফেসবুকে অনেকে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন। তবে এসবকে তিনি গুরুত্ব দেন না, ভয়ও পান না। তার ভাষায়, 'আমার সঙ্গে কোনো কর্মী না থাকলেও আমার সঙ্গে আছে জনগণ। আছে সাধারণ ছাত্র ও প্রবাসীরা।
তিনি সতর্ক করে বলেন, 'আমার গায়ে যদি কেউ হাত তোলে, এ দেশের মানুষ তা মেনে নেবে না, কাউকে ছাড়বে না।'
নির্বাচনে প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'এতিমের টাকা মেরে যখন সংসদে দাঁড়ানো যায়, তখন আমি রিকশা চালক হয়ে কেন দাঁড়াতে পারব না? যাত্রাপালায় নেচে যদি সংসদে যাওয়া যায়, তখন রিকশাওয়ালা কেন যেতে পারবে না?'
তিনি জানান, জনগণ, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এসেছেন।
