এবারের নির্বাচন বর্তমান সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা আগামী নির্বাচনে কার্যকর: আসিফ নজরুল
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আপিল বিভাগের রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যকর হবে না, এটি কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, 'আপিল বিভাগের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হলো। সংবিধান অনুযায়ী যেহেতু সংসদ ভেঙ্গে যাওয়ার ১৫ দিন আগে বা পরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়, সে হিসেবে আগামী নির্বাচনে সংসদ গঠনের পর যখন সেটি ভেঙ্গে দেওয়া হবে, তার ১৫ দিন আগে বা পরে এ সরকার গঠন হবে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।'
তিনি আরও বলেন, 'সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়। ২০১১ সালে সাবেক প্রধান বিচারপত এবিএম খায়রুল হক এক রায়ে সেটি বাতিল করেন। আমরা জানি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচানগুলো হয়েছে, সেগুলো মোটামুটি অবাধ হয়েছে। জনগন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে এবং সবসময় ক্ষমতাসীন দল নির্বাচনে পরাজিত হয়েছে। খায়রুল সেই ব্যবস্থাকে ধ্বংস করে রায় দিয়ে দেশে গণন্ত্রের পথ রুদ্ধ করেছিলেন। বৃহস্পতিার আপিল বিভাগ ঐতিহাসিক রায়ে আগের সেই সুন্দর ব্যবস্থাকে ফিরিয়ে দিয়েছেন।'
এদিকে জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার শিগগিরই ভারতকে চিঠি দেবে বলে তিনি জানান।
তিনি বলেন, 'এ দুইজন এখন কনভিকটেড। ভারতের সাথে চুক্তি অনুযায়ী এ দুইজনকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হবে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।'
এ ছাড়া তিনি আরও বলেন, 'শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথাও ভাবছে সরকার।'
