রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ওপর হামলা: কাজলা গেট অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা, দুজনকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজলা গেট (রাজশাহী-নাটোর মহাসড়ক) অবরোধ প্রত্যাহার করেছেন।
দুপুর ২টায় সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ফিন্যান্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসিফুর রহমান জানান, 'প্রশাসনের আশ্বাসে আগামী ৯ ঘণ্টার জন্য কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ৯ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার, কাজলা ক্যান্টিন বন্ধ ঘোষণা এবং কাজলা পুলিশ ফাঁড়ির সকল পুলিশ সদস্যকে অপসারণ করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।'
তিনি বলেন, 'আগামী ৯ ঘণ্টার মধ্যে এই তিন দফা দাবি মানা না হলে রাজশাহী-ঢাকা মহাসড়ক ও রেলপথ বন্ধ ঘোষণা করা হবে।'
এর আগে, আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর বারোটার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে (রাজশাহী-নাটোর মহাসড়ক) জড়ো হয়ে অবরোধ করে বিক্ষোভ করেন।। এরপর সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে জড়ো হন।
এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন।
শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী), নাট্যকলা বিভাগের মিনহাজ কাজলা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে মিনহাজকে রামদা দিয়ে আঘাত করে এবং পরে আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হাবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়।
ওই দুই শিক্ষার্থীর শরীরে বেধড়ক মারধরের চিহ্ন রয়েছে। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেছিলেন, 'কাজলায় শিক্ষার্থীদের ওপরে মুখে বেধে হেলমেট পরে একদল দুর্বৃত্ত হামলা করেছে। এ সময় আমাদের দুইজন শিক্ষার্থীকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করার জন্য আমরা পুলিশকে বলেছি।'
ঘটনার প্রতিবাদে বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাজলা ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
