নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন: ইসি তাহমিদা
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ।
রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ''আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। কারণ, জাতীয় সংসদ নির্বাচন শুধু নির্বাচন কমিশনের একার বিষয় নয়। এটা জাতির বিষয়। গোটা জাতি যেখানে জড়িত থাকে, সেটা ভালো হতে বাধ্য। আমরা আশাবাদী—সবার সহযোগিতায় তা করতে পারব।"
বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে বক্তব্যে এ কথা বলেন ইসি তাহমিদা।
দিনের দ্বিতীয় ভাগে মোট পাঁচটি রাজনৈতিক দল সংলাপে বসে। বিএনপিসহ গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাসদ (মার্কসবাদী) আলোচনায় অংশ নেয়। রাজনৈতিক দলের প্রতিনিদের কথা শেষে বক্তব্য দেন ইসি তহমিদা আহমেদ।
দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় জানিয়ে ইসি তাহমিদা বলেন, "আমাদের পূর্ববর্তী কমিশনাররা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলতেন। টিভি খুললেই দেখতাম এ কথা বলছেন। কীভাবে বলতেন জানি না, কারণ একটি দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা যায় না।"
"আপনারা বলবেন অমুক দেশে সরকারের অধীনে নির্বাচন হয়, তমুক দেশে হয়। কিন্তু আমাদের দেশ আলাদা। বাংলাদেশ ইউনিক দেশ। আমরাও (অবাধ নির্বাচন) করেছি—যেটি নিয়ে গর্ব করতে পারি এমন তিনটি নির্বাচন হয়েছে", যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, "উনারা (সাবেক নির্বাচন কমিশনাররা) কেন এই কথা বলতেন? হয়তো তাদের পেছনে কেউ ট্রিগার ধরে থাকতেন, না হয় ছোটবেলায় একটি সিনেমা দেখেছিলাম, সেখানে বানরকে নাচাত এবং বলত—'নাচ মেরা বুলবুল, পয়সা পাবি রে…।' সে রকম হয়তো ছিল। তবে আমরা ভাগ্যবান—আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করব।"
সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, "আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কমিটেড, সেই ভাবেই দায়িত্ব পালন করব। সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সহযোগিতা চাই।''
