৫ দাবিতে জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি, ৩০ নভেম্বর থেকে বিভাগীয় শহরে সমাবেশ
আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোটসহ পাঁচ দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সাত বিভাগীয় শহরে ধারাবাহিকভাবে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল।
আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।
দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
সংবাদ সম্মেলনে মাওলানা ইউসুফ আশরাফ বলেন, 'নির্বাচন ও আন্দোলন; দুই ধারায় সমান্তরালভাবে চলবে। আমরা এখনও দাবি জানাচ্ছি, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে না করে বিকল্প ব্যবস্থা নেওয়া হোক।'
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, 'জোটে আরও দল যুক্ত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ নেতারা নেবেন।'
আসন সমঝোতার বিষয়েও এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
