বুধবার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় আগামীকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী (জামায়াত) এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১২ দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।
জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) সকালের পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
দুপুর ২টা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সঙ্গে সংলাপে বসবে ইসি।
গত ১৩ নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলগুলোকে সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে ইসি বলেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বচনের মতো বিশাল কর্মযজ্ঞ যথাযথভাবে সম্পাদনের রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রীসহ সংশ্লিষ্ট সবার মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
এ প্রেক্ষাপটে ইসি সংশ্লিষ্ট সবার সঙ্গে সংলাপ অনুষ্ঠানের প্রস্ততি নিচ্ছে। এরই অংশ হিসেবে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও পরামর্শ নেওয়ার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররাও (ইসি) সভায় উপস্থিত থাকবেন।
ইসি জানিয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে ভোট প্রস্তুতির কাজ শেষ করে এনেছে।অংশীজনের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যমসহ নানা শ্রেণী-পেশার সঙ্গে সংলাপ করেছে।
