নির্বাচন উৎসবমুখর করতে ২০ কোটি টাকা চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
জাতীয় নির্বাচনকে উৎসবমুখর করতে টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি তৈরি এবং প্রচারের জন্য ২০ কোটি টাকা খরচ করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
তবে এই টাকা খরচ করার ক্ষেত্রে সরাসরি ক্রয়পদ্ধতি প্রয়োগে মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন না করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব তথ্যচিত্র নির্মাণ করতে বলেছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
সরাসরি ক্রয় পদ্ধতিতে মন্ত্রণালয় তাদের পছন্দমতো কোনো একটি সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে কোনো পণ্য কিনতে পারে। তবে এক্ষেত্রে অস্বচ্ছতা ও দুর্নীতির আশঙ্কা বেশি থাকে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
'আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আবহ ও জনসচেতনতা তৈরির প্রয়োজনে' টিভিসি, ভিডিও ডকুমেন্টারি নির্মাণ ও প্রচারের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে গত ১২ নভেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সভায় এই টিভিসি, ভিডিও ডকুমেন্টারি তৈরি ও প্রচার কার্যক্রম সম্পন্নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগের নীতিগত অনুমোদন চায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ।
তবে উপদেষ্টা পরিষদ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সাংবাদিকদের তিনি বলেন, সরকার একটা ডকুমেন্টারি করবে নির্বাচনকে উৎসবমুখর করার জন্য। ওটা সংস্কৃতি মন্ত্রণালয় করবে।
'এটা ইন প্রিন্সিপাল আমরা বলেছি, কিন্তু ওটা ওপেন টেন্ডার করে, কাকে দেবে তা ঠিক করবে (সংস্কৃতি মন্ত্রণালয়)। কারণ, এটা প্রফেশনাল একটা জব। মানে যাদের ওই সব বিজ্ঞাপনচিত্রের সংস্থা আছে, তাদের ওপেন টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে', বলেন অর্থ উপদেষ্টা।
তথ্যচিত্র নির্মাণের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'আমি টাকার পরিমাণ এখন বলব না। যেহেতু আমরা এখনো বলছি, ওরা টেন্ডার করে আসুক তারপর।'
