জামায়াতের আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের ঢাকাস্থ আঞ্চলিক অফিসের পরিচালক জঁ ডেনিস পেসমে'র নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের অর্থনৈতিক খাতের চলমান চ্যালেঞ্জ, অবকাঠামোগত সংস্কার, টেকসই অর্থনীতি গঠন, করব্যবস্থার কাঠামো এবং সামাজিক খাতের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে অর্থ উপদেষ্টা মেহরিন এ. মাহবুব এবং অপারেশন ম্যানেজার গায়েল মার্টিন উপস্থিত ছিলেন। গণমাধ্যমে প্রেরিত জামায়াতের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জামায়াতের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন ড. মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব মুহাম্মাদ সফিউল্লাহ এবং শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা ও সংস্কার প্রক্রিয়ায় পারস্পরিক সংলাপ আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন।
