বিজিএমইএ সভাপতির পদকে ‘মন্ত্রীর পদমর্যাদা’, সংসদের উচ্চকক্ষে ব্যবসায়ী প্রতিনিধি রাখার দাবি
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ–এর সভাপতির পদকে 'মন্ত্রীর পদমর্যাদা' দেওয়ার দাবি জানিয়েছেন স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ'র সাবেক পরিচালক শোভন ইসলাম।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর উত্তরা ক্লাবে অনুষ্ঠিত 'ব্যবসায়ীদের সংকট ও উত্তরণে করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে তৈরি পোশাক, টেক্সটাইল, এক্সেসরিজ ও বায়িং হাউসের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু সংসদের উচ্চকক্ষে সংসদ সদস্যদের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে টিবিএসকে তিনি বলেন, "উচ্চকক্ষ ১০০ সদস্যের হলে রাজনৈতিক দলগুলো প্রপোরশনেট রিপ্রেজেন্টেশন দেবে। আমরা চাই, তারা তাদের তালিকায় ১০% ব্যবসায়ী প্রতিনিধি রাখুক, যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নন। এতে ব্যবসায়ীদের পক্ষে কথা বলার একটি কাঠামোগত সুযোগ তৈরি হবে।"
'রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে আসতে চাইছেন না বিদেশি ক্রেতারা'
একই অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিদেশি ক্রেতারা বাংলাদেশে আসতে চাইছেন না, যা ক্রয়াদেশে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা।
তারা বলেন, ব্যবসার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
উত্তরা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, "বর্তমান পরিস্থিতির কারণে প্রায় ৭০% বিদেশি বায়ার বাংলাদেশ সফর বাতিল করেছেন। সামার ও ফল হোলিডে সিজনের অর্ডার নিয়ে এই সময়েই নেগোশিয়েশন হয়। তারা না আসায় ক্রয়াদেশে প্রভাব পড়বে। আগামী তিন-চার মাসের রপ্তানির পূর্বাভাসও ভালো নয়।"
বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএইচএ) সভাপতি মোফাজ্জল হোসেন পাভেলও বিদেশি ক্রেতাদের সফর বাতিলের উদ্বেগ প্রকাশ করেন।
ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংকের উচ্চ সুদহার, ঘন ঘন নীতিমালা পরিবর্তন, জ্বালানি সংকট, ব্যবসার নিরাপত্তাহীনতা এবং নতুন করে যুক্ত হওয়া জ্বালাও-পোড়াও—সব মিলিয়ে ব্যবসা মারাত্মক সংকটে পড়েছে। এসব সমস্যা সমাধানে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
'এই সরকারের কর্মফলও বিবেচনায় আসবে'—বিটিএমএ সভাপতি
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, "সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা চলে গেলেও তাদের কর্মফল ভবিষ্যতে বিবেচনায় আনা হবে।"
তিনি আরও বলেন, "জবাবদিহিতায় বর্তমান উপদেষ্টারাও আসতে বাধ্য হবেন।"
