শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশের বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
২০২৪ সালের জুলাই-আগস্টে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির রায় দেওয়ায় নারায়ণগঞ্জে মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় এনসিপির নেতা-কর্মীরা। এসময় একে অপরের সঙ্গে রায়ের ঘোষণা নিয়ে উল্লাস করতে থাকেন। বিকেল ৫ টার দিকে প্রায় ১৫ কেজি মিষ্টি এনে সাধারণ মানুষের মাঝে বিতরণ শুরু করেন তারা।
এনসিপির নেতারা বলেন, এই রায় ঘোষণার মধ্যদিয়ে ছাত্র-জনতার রক্তের কিছুটা দায় পরিশোধ হয়েছে মাত্র। যতক্ষণ না তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানো না হচ্ছে, ততক্ষণ শহীদদের রক্তের ঋণ পরিশোধ হবে না।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক (দক্ষিণাঞ্চল) শওকত আলী বলেন, 'আমরা এই রায়কে স্বাগত জানাই। খুনি হাসিনার নির্দেশে এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশে প্রায় ১৪০০ মানুষ প্রাণ হারিয়েছে। কয়েক হাজার মানুষ আহত হয়েছে। আজ আদালত ন্যায়বিচার করেছে।'
তিনি আরও বলেন, 'আমরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের বলতে চাই, তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা নেয়। যারা জনগণের বিপক্ষে দাঁড়ায়, তাদের বিপক্ষে একদিন জনতা রুখে দাঁড়াবে। ফলে ইতিহাসের যেন পুনরাবৃত্তি কেউ না ঘটায়।'
রাজশাহীতে মিষ্টি বিতরণ এনসিপি'র
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সোমবার বিকেল ৪টায় রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে রায়ের খবর পেয়েই এনসিপি রাজশাহী মহানগরের নেতা-কর্মীরা নগরীর জিরোপয়েন্টে জড়ো হয়। এর কিছুক্ষণ পর মিষ্টি নিয়ে সাহেব বাজার, জিরোপয়েন্ট ও বড় মসজিদ এলাকায় বিতরণ শুরু করে।
এনসিপির নেতারা বলেন, নির্বাচনকে ঘিরে তাদের দাবির একটি মাত্র শর্তপূরণ হয়েছে। তাদের প্রত্যাশা দ্রুতই আসামিদের রায় কার্যকর করা হবে।
এ সময় রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, 'এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। এ রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হচ্ছে। আমরা চাই আসামিদের দেশে ফিরিয়ে দ্রুত এ রায় কর্যকর হবে।'
তিনি বলেন, 'রায় কার্যকরের দাবিতে আমরা মাঠে থাকব এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।'
এসময় এনসিপির নগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারাও এ রায় এর সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও, এই রায়ে রাজশাহী ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম এবং তার কর্মী সমর্থকরা পুঠিয়া উপজেলার বানেশ্বরে আনন্দ মিছিল বের করে।
এ সময় পুঠিয়া পৌরসভা থেকে আনন্দ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুঠিয়া ত্রিমোহনীতে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দরা।
ফরিদপুরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে রায় ঘোষণার পর ফরিদপুরের বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছেন।
এই রায়কে স্বাগত জানিয়ে তারা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণের সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন এবং রায়কে স্বাগত জানিয়ে উল্লাস প্রকাশ করেন।
রায় ঘোষণার পর ফরিদপুর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় তারা রায়কে স্বাগত জানিয়ে স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন।
অন্যদিকে, ফরিদপুর জেলা জামায়াতের নেতা-কর্মীরা শহরে একটি মোটরসাইকেল বহর নিয়ে আনন্দ মিছিল বের করে।
এছাড়া বিভিন্ন উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মিছিল বের করা হয়।
চট্টগ্রামে মিষ্টি বিতরণ
জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করে সোমবার বিকেলে মিষ্টি বিতরণ করে চট্টগ্রামের ছাত্র-জনতা।
লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতা-কর্মীরা অংশ নেয়। মিছিলটি চকবাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন এনসিপি জেলা সংগঠক এম.জে আলম, শহর শিবিরের অর্থ সম্পাদক জুনাইদ হোসেন খান, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন ফয়সাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব শাহেদুর রহমান রাফি, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, জুলাই মঞ্চ'র বেলাল হোসেন হৃদয়, আহত জুলাই যোদ্ধা আবদুল মতিন সহ আরও অনেকে।
রায়কে স্বাগত জানিয়ে এনসিপি নেতা এমজে আলম জানান, রায়ে তারা সন্তুষ্ট।
তবে অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করার দাবি জানান তারা।
এর আগে, এদিন বিকালে চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।
সাতক্ষীরায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে জুলাই যোদ্ধারা।
এদিন বিকাল ৫টায় শহরের আসিফ চত্বরে মিষ্টি বিতরণ করে তারা।
জুলাই যোদ্ধারা বলেন, গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা। তার ফাঁসির রায়ে আমরা খুশি। আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। এখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তখনই চূড়ান্ত বিজয় অর্জন হবে।
