হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিল
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
আজ রোববার (১৬ই নভেম্বর) শাহবাগ মোড় থেকে মিছিলটি বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, 'আমরা দাঁড়িয়েছি ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের ৫ মের ঘটনা, শাহবাগ-পরবর্তী হত্যাকাণ্ড, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গুম-খুনের বিচার দাবিতে। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। তবে গত ১৬ বছরে যত মায়ের বুক খালি হয়েছে, সেসব হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার চাই।'
তিনি আরো বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থেকে হাজারো প্রাণহানি ঘটিয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার যে সব আওয়ামী লীগ নেতাকে জামিন দিয়েছে—বিশেষ করে সাবের হোসেন চৌধুরীর জামিন—এটি প্রশ্নবিদ্ধ।'
মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল, আধিপত্যবিরোধী মঞ্চ ও ছাত্র ইউনিয়নের সংহতি
একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
আজ রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে তারা মিছিলটি বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে জুলাই স্মৃতিস্তম্ভ 'অদম্য ২৪'-এর সামনে গিয়ে শেষ হয়। মিছিলে 'খুনি হাসিনার ঠিকানা, জাহাঙ্গীরনগরে হবে না', 'ছাত্রলীগ মিছিল করে, প্রশাসন কী করে', 'ব্যান ব্যান আওয়ামী লীগ' ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষে অদম্য ২৪-এর সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন তারা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেয় আধিপত্যবিরোধী মঞ্চ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ (একাংশ)।
সমাবেশে শাখা ছাত্রশক্তির সংগঠক মার্জিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
