হাইকোর্টের পাশে খণ্ডিত মরদেহ: প্রধান আসামি জরেজুল গ্রেপ্তার
রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ খণ্ড-বিখণ্ড করার মামলায় প্রধান আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৪ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জরেজুলের প্রেমিকা শামীমাকেও বিভিন্ন আলামতসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
প্রাথমিকভাবে পুলিশ জানায়, পরকীয়ার জেরেই আশরাফুল হককে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নীল রঙের একটি ড্রাম থেকে টুকরা টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত না হলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জানা যায়, নিহত ব্যক্তি মো. আশরাফুল হক (৪২)। তার বাড়ি রংপুরের বদরগঞ্জের গোপালপাড়া; বাবা মো. আব্দুর রশিদ এবং মা মোছা. এছরা খাতুন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, 'ড্রামের ভেতর থেকে ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ টুকরা লাশ উদ্ধারের ঘটনায় তার বোন আনজিনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। এতে আশরাফুলের বন্ধু জরেজ মিয়াকে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।'
