গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না; সেজন্য সংসদ গঠিত হতে হবে: সালাহউদ্দিন
গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না; সেজন্য সংসদ গঠিত হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, 'গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন হয়ে যাবে না; গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধনও হয়ে যাবে না। তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেজন্য ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করায় তাকে আমরা সাধুবাদ জানিয়েছি।'
আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে 'নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজের মৌন মিছিল ও সমাবেশে' এসব মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন বলেন, 'স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ প্রতিপালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে—সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া, জবরদস্তিমূলক কোনো প্রস্তাব যদি দেওয়া হয়, সেটা জনগণ বিবেচনা করবে।'
তিনি বলেন, 'জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। কারণ এটি ব্যয়সাশ্রয়ী, সময়সাশ্রয়ী এবং এটি সুবিধাজনক। এতে বেশি ভোটার অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে।'
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, 'আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হোক—সেটা আমরা অবশ্যই চাই। এই জাতি চায়। আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই। এই জাতির সমস্ত জনগণ সেই ভোটাধিকার স্বাধীনভাবে, উৎসবমুখরভাবে প্রয়োগ করার জন্য মুখিয়ে আছে।'
সালাহউদ্দিন বলেন, 'যেকোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দিতে চাই না। কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস, যে সার্বভৌম হাউস জনগণের প্রতিনিধিত্ব করে। যে হাউসের যেকোনো আলাপ-আলোচনা, কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিক্টেট করানোর মতো কোনো প্রস্তাব, কোনো আরোপিত বিষয় থাকতে পারে না—সেটা আমরা পুনরুচ্চারণ করছি।'
