সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের তাকামল ফি কমানোর প্রস্তাব প্রবাসী কল্যাণ সচিবের
সৌদি আরবে কর্মরত ও নতুন আগ্রহী বাংলাদেশি কর্মীদের জন্য তাকামল দক্ষতা যাচাই পরীক্ষার ফি কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া রিয়াদে তাকামল হোল্ডিং-এর প্রধান কার্যালয়ে এই বৈঠক করেন।
বৈঠকে সিনিয়র সচিব জানান, সৌদি আরবে যাওয়ার সময় অধিকাংশ বাংলাদেশি কর্মীই সীমিত সামর্থ্যের। বর্তমানে পরীক্ষার জন্য ৫০ ডলার ফি এবং পরীক্ষায় অনুত্তীর্ণ হলে পুনরায় আরও ৫০ ডলার প্রদান করা তাদের জন্য কঠিন। তিনি অনুত্তীর্ণ প্রার্থীদের পুনরায় পরীক্ষার ফি মওকুফ বা কমানোর দৃঢ় অনুরোধ জানান।
তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আলফুরাইদি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি আরও জানান, বর্তমানে সৌদি আরবে কর্মী পাঠাতে তাকামলের দক্ষতা যাচাই সনদ বাধ্যতামূলক, এবং নব্বই শতাংশ বিদেশী কর্মী ইতোমধ্যেই এই সনদ নিয়ে আসছেন—যা শিগগিরই শতভাগে উন্নীত হবে।
সভায় জানানো হয়, বিএমইটির সক্ষমতা বৃদ্ধির ফলে বর্তমানে সালেম আলমাতরুদের ব্যবস্থাপনায় তাকামল অনুমোদিত ২৭টি টেস্ট সেন্টারে ১৮৮টি পেশায় নিয়মিত পরীক্ষা চলছে। শুধু অক্টোবর মাসেই ৫১ হাজার ৬৫৩ জন কর্মীর দক্ষতা যাচাই সম্পন্ন হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাসরিন কাউসার চৌধুরী, বোয়েসেলের এমডি মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মাদ রেজায়ে রাব্বী।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশা করছে, তাকামল ফি কমানোর মাধ্যমে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ আরও সহজ ও সাশ্রয়ী হবে, যা হাজারো কর্মীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
