৩ রুটে বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-টিকেট
যাত্রী পরিবহন সেবাকে প্রযুক্তিনির্ভর, আরও সহজতর ও জনবান্ধব করতে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পাইলট প্রকল্পের আওতায় তিনটি রুটে ই-টিকেট সেবা চালু করতে যাচ্ছে। ই-টিকেট সেবা প্রদান করবে 'সহজ ডটকম'।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে বিআরটিসি ও সহজ ডটকমের মধ্যে এ সেবা প্রদানের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিআরটিসির পক্ষে মতিঝিল বাস ডিপোর ইউনিট প্রধান মো. আব্দুল লতিফ ও বরিশাল বাস ডিপোর ইউনিট প্রধান মো. জুলফিকার আলী এবং সহজ ডটকমের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (টিকেটস) শাকিল জোয়াদ রহিম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-দাউদকান্দি-ঢাকা এবং ঢাকা-আড়াইহাজার-ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসে পাইলট প্রকল্প হিসেবে এ সেবা প্রদান করা হবে। যাত্রীরা ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপস, কল সেন্টার ও অন্যান্য অনলাইন মাধ্যম ব্যবহার করে টিকেট ক্রয় করতে পারবেন।
অনলাইন টিকেটিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে টিকেট প্রতি ২০ টাকা অনলাইন চার্জ হিসেবে গ্রহণ করবে সহজ ডটকম। পাশাপাশি প্রচলিত নিয়ম অনুযায়ী পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জও গ্রাহক প্রদান করবেন।
অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, 'পাইলটিং হিসেবে তিনটি রুটে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু করা হলেও ইতিবাচক সাড়া পেলে পর্যায়ক্রমে বিআরটিসির সব রুটে এ সেবা সম্প্রসারণ করা হবে। সহজ ডটকম দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ই-টিকেটিংয়ের কাজ করছে। এ বিষয়ে তারা অভিজ্ঞ। আমাদের বিআরটিসির যাত্রীরাও প্রযুক্তিনির্ভর এ সেবার মাধ্যমে উপকৃত হবেন এবং বিআরটিসি দেশের পরিবহন খাতে রোল মডেল হিসেবে ভূমিকা পালন করবে।'
বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরি) কর্নেল কাজী আইয়ুব আলী, কর্পোরেশনের বিভিন্ন বিভাগের জিএম, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সহজ ডটকমের কর্মকর্তারা।
