পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান
টিবিএস রিপোর্ট
পদত্যাগ করেছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান।
গত ৩০ অক্টোবর তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে বিটিটিসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বেচ্ছা অবসরের আবেদন করেন।
এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'মইনুল খান জনপ্রশাসনের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়েও পদত্যাগ পত্র দিয়েছেন। তিনি (মইনুল খান) এখন ওমরাহ হজ পালন করছেন। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে মইনুল খানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে।'
তিনি আরও বলেন, 'অনেক সময় অনেকে পদত্যাগপত্র বা স্বেচ্ছা অবসরের আবেদন করে সেটি ফেরতও নেন।'
জানা গেছে, মইনুল খানের চাকরির বয়স ১০ মাস বাকি রয়েছে। মইনুল খান ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব রয়েছেন।
গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় যে সরকারি আদেশ (জিও) করেছে, সে অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তিনি ২০ দিনের ছুটিতে আছেন।
