সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে অভিযান, আটক ৭
চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমাহিলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এক ব্যক্তির দেওয়া ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা হয় যে ওই বাড়িতে আগামীকাল আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা-কর্মীরা বৈঠক করছে। এরপর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'পুরো বাড়ি তল্লাশি করে এমন কোনো বৈঠকের প্রমাণ পাওয়া যায়নি।'
তিনি জানান, তবে তদন্তে জানা গেছে, ৫ আগস্ট দেশত্যাগের পর নওফেলের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ পরিচালিত ইয়াকুব সেন্টারের 'মিলানো' নামের রেস্টুরেন্ট থেকে ফুডপান্ডার মাধ্যমে খাবার সরবরাহের কাজ করেন ওই কর্মচারীরা। এর কিছু প্রমাণও পাওয়া গেছে।'
তিনি আরও জানান, আটক সাতজন নিজেদেরকে তার ছোট ভাইয়ের রেস্টুরেন্টের কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছেন।
