জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়ার আলোচনা ফ্যাসিবাদী কণ্ঠস্বর: রিজভী
জুলাই সনদে 'নোট অব ডিসেন্ট' বাদ দেওয়ার আলোচনা ফ্যাসিবাদী কণ্ঠস্বর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ''জুলাই সনদে 'নোট অব ডিসেন্ট' বাদ দেওয়ার আলোচনা ফ্যাসিবাদী কণ্ঠস্বর। জুলাই সনদ নিয়ে এত হইচই ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে পারে।''
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
এসময় রিজভী বলেন, ''জুলাই সনদ নিয়ে আমরা সবাই একমত হয়েছিলাম। সেখানে 'নোট অব ডিসেন্ট' থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। সেটা মিনিমাইজ করে এগুতে হবে।'
তিনি বলেন, ''কিন্তু কোনো দল জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছে, কোনো দল বলছে জুলাই সনদ পাশ না হলে ২০২৯ সালে নির্বাচন হবে, এসব তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর, ফ্যাসিবাদী আওয়াজ। আপনারা কেন এসব বলছেন? এটা তো রহস্য তৈরি করছে!''
রিজভী বলেন, ''যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, সবাই মিলে একটি জায়গায় আসুন। যাতে একইদিনে গণভোট ও নির্বাচন করে; যাতে ওটারই আইনিকরণ করা হলো এবং একইসঙ্গে জনগণ যাকে ভোট দেবে, তারা সরকার গঠন করে যে যে কমিটমেন্ট করেছিল, সেই সেই কমিটমেন্ট পূরণ করবে।''
তিনি বলেন, ''কিন্তু তার আগে এটা নিয়ে এত বেশি হইচই করে, যে কাজগুলো হচ্ছে, তাতে ফ্যাসিস্টদেরই পুনরুত্থানের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এটা নিয়ে আমরা যদি সতর্ক না হই, তাহলে এ জাতির জীবনে আবার দুঃখ নেমে আসবে।''
তিনি এই সরকারকে অভিযুক্ত করে বলেন, ''এই সরকার দেখছি, কোথাও যদি বিএনপির গন্ধ পায়, ছাত্রদলের গন্ধ পায়; তাহলে তাকে আঘাত করার জন্য উঠেপড়ে লাগছে।''
বিএনপির এই নেতা বলেন, ''গাজীপুরের কমিশনার কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ছিলেন, সেকারণে তাকে প্রত্যাহার করার পাঁচ মাস পর সাসপেন্ড করা হলো। রাস্তা ফাঁকা করে চলার কারণে, এত বড় শাস্তি কীভাবে হয়?''
