নাসিকের মশারি বিতরণ কর্মসূচিতে আসেনি কেউ, অনুষ্ঠান বাতিল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আয়োজনে 'মশারি বিতরণ কর্মসূচি'-তে মশারি নিতে আসেনি কেউ। মানুষজন উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত কর্মসূচি বাতিল করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবন প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল নাসিকের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ'র।
দুপুরে সভাস্থলে নাসিকের একটি ওয়ার্ডের সচিব মাসুদ রানা লালসহ কয়েকজন কর্মচারীকে মাইক নিয়ে কথা বলতে দেখা যায়। এসমইয় তারা অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষকে আসার আহ্বান জানান। কয়েকজন নারী অনুষ্ঠানস্থলে আসলেও অধিকাংশ চেয়ারই ছিল ফাঁকা।
কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগত নারীরা নগর ভবনের আশেপাশের বাড়ির বাসিন্দা। স্থানীয় ওয়ার্ড সচিবের অনুরোধে তারা এসেছিলেন মশারি নিতে। কিন্তু মানুষজন না থাকায় অনুষ্ঠান বাতিল করা হলে খালি হাতেই ফিরে যেতে হয় তাদের।
নাসিকের ওয়ার্ড সচিব মাসুদ রানা বলেন, 'আমাকে কয়েকজন দরিদ্র বাসিন্দাদের নিয়ে আসতে বলা হয়েছিল মশারি দেবে বলে। আমি দুজন নারীকে নিয়ে এসেছিলাম। অনুষ্ঠান সঞ্চালনাও আমাকে করতে বলা হয়। পরে জানানো হয় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।'
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, 'কী কারণে অনুষ্ঠান হয়নি তা বলতে পারছি না। প্রথমে শুনেছি অনুষ্ঠান হবে, পরে বলা হলো আজ অনুষ্ঠান হবে না।'
তবে এ বিষয়ে নাসিকের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আবদুল্লাহ'র সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাকে ফোনে পাওয়া যায়নি।
উল্লেখ্য, নাসিকের বর্তমান প্রশাসক চলতি বছরের ২৬ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলমের ভাই।
