দেশের যেসব সংকট, সব নাটক, তৈরি করা: মির্জা ফখরুল
দেশের যেসব সংকট 'সব নাটক, তৈরি করা' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আজকে যত সংকট দেখতেছেন এগুলা সব তৈরি করা, এগুলা নাটক। সাধারণ মানুষ এসব কিছু বুঝে না। ওরা শুধু চায় ভোট দিতে।'
সভায় মির্জা ফখরুল বলেন, 'এই দেশের সাধারণ মানুষ 'পিআর' বা প্রযুক্তিগত টার্ম বোঝে না, কিন্তু তারা ন্যায়বিচার বোঝে, ভোটাধিকার বোঝে। আমরা বলেছি, গণভোট জাতীয় নির্বাচনের দিনই হোক। এতে রাষ্ট্রের অর্থ সাশ্রয় হবে, মানুষের মতামতও জানা যাবে। কিন্তু কিছু মহল সেটা মানতে চায় না।'
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, 'আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? এসব বোঝেন শিক্ষিত কিছু ওপরতলার লোক। যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ের ওপর চাপাচ্ছেন। তারা যতগুলো সংস্কার করতে চান, তাতে আমরা রাজি আছি। যেগুলোতে রাজি হব, সেগুলো বাস্তবায়িত হবে। যেসব বিষয়ে রাজি হব না, সেসব বিষয় সংসদে যাবে; সেখানে তর্ক-বিতর্ক হবার পর তা পাস হবে।'
তিনি বলেন, 'গত ১৫ বছর আমরা কোনো নির্বাচন করতে পারিনি। সে সময় যে সরকার ছিল, তারা আমাদের নির্বাচন করতে দেয়নি। ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিলাম। ২০১৮ সালে নির্বাচন করেছি, কিন্তু সেই নির্বাচনে আগের রাতে ভোট নিয়ে চলে গেছে। এবার আমরা সবাই ভোট দিতে চাই।'
বিএনপি মহাসচিব বলেন, 'দেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। হাসিনাই তার জ্বলন্ত প্রমাণ।'
এ সময় অন্তর্বর্তী সরকার জনগণের সরকার নয় বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, 'আসন্ন নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভ করবে। মার্কা একটাই, ধানের শীষ। মাওলানা ভাসানী আর জিয়াউর রহমানের মার্কা হলো এই ধানের শীষ মার্কা।'
বক্তব্যের শেষে তিনি বলেন, 'আমার অনেক বয়স হয়ে গেছে। কত দিন বাঁচব, জানি না। আমি এই আসন থেকে নির্বাচন করি। কখনো হেরেছি, কখনো জিতেছি। কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমি বলেছি, এটা আমার জীবনের শেষ নির্বাচন। আপনাদের কাছে আকুল আবেদন, আমার শেষ নির্বাচনে, আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন।'
