ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ‘শান্তি চুক্তি’, অনুষ্ঠানে না আসার কারণ জানাল সিটি কলেজ
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সঙ্গে মারামারি না করার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত না থাকার কারণ ব্যাখ্যা করেছেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষার্থীরা।
এর আগে রোববার (৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শান্তি চুক্তি অনুষ্ঠান। এ সময় দুই কলেজের দুই শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকসহ কলেজ দুটির অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে না আসা নিয়ে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নিয়ামুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'না আসার নির্দিষ্ট কোনো কারণ নেই। আমাদের কলেজের কাজে আমরা ব্যস্ত ছিলাম। আমরা শান্তি–সমঝোতার পথে তিন কলেজ একইসাথে আছি। সমস্যা নেই, সামনে আবার তিন কলেজ একসাথে বসব।'
ঢাকা সিটি কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন শান্ত টিবিএসকে বলেন, 'এখন শেষ কয়েকদিন যে মারামারিটা চলছে তা ঢাকা কলেজ–আইডিয়াল কলেজের, এটা ওদের ইস্যু। আমাদের যে মারামারি ছিল সেটা আগেই মীমাংসা হয়ে গেছে। এখন, ঢাকা কলেজের সাথে আমাদের আপাতত কোনো বিরোধ নাই। আমাদের মারামারি সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে হয়, বড় কোনো ইস্যু নিয়ে হয় না।'
