ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত: উপদেষ্টা আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তিনি ঢাকায় ভোটার হয়েছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকেই প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন।
রোববার (৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত; সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। দুইটা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে; ২০১৮ সালে, ২০১৯ সালে এবং ২০২৪ সালে। আপনারা জানেন, এই সময়ে কেউই ভোট দিতে পারেনি। এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম।'
তিনি আরও বলেন, 'নির্বাচন কোথা থেকে করব এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই। তারপরে দেখা যাক।'
অন্য দলের সঙ্গে আলোচনার বিষয়ে আসিফ বলেন, 'আমার কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কোনো আসনে কোনো রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।'
সরকার থেকে পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, 'এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। তবে কবে নাগাদ পদত্যাগ করব, সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদের জানাব।'
তিনি আরও যোগ করেন, 'আমার সরকার থেকে পদত্যাগ করার পরিকল্পনা আছে। তাই যেখানে থাকব, সেখানেই ভোটার হলাম। আপনারা জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না; আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়।'
