নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ভোটার ও প্রার্থীদের জন্য নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা।
বুধবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন উইমেন এন্টারপ্রেনয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি)-এর সভাপতি নাসরিন ফাতেমা আউয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বৈঠক শেষে নাসরিন ফাতেমা আউয়াল বলেন, 'দলগুলোতে নারী প্রার্থীর সংখ্যা বাড়ানো দরকার। অনেক ক্ষেত্রে নারীরা মনোনয়ন ও তহবিলের অভাবে পিছিয়ে পড়েন।'
তিনি নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠনের সুপারিশ করে বলেন, 'নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে ও প্রার্থী হতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।'
উদ্যোক্তারা আরও বলেন, সংসদের ৩০০ আসনের অন্তত অর্ধেক নারী প্রার্থী দ্বারা পূরণের মতো উদ্যোগ নিতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন ডব্লিউইএবি'র সাবেক ভাইস প্রেসিডেন্ট সাবেরী আহমেদ কলি, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মেহেরুন্নেসা খান, সদস্য আইরিন তালুকদার, এসএম আনজুমান ফেরদৌস ও ফাহিমা কাউসার।
