স্প্যানিশ ব্র্যান্ড সিমন-এর যাত্রা শুরু বাংলাদেশে, অংশীদার আকিজ ভেঞ্চার
স্পেনের বৈদ্যুতিক সমাধান প্রদানকারী খ্যাতনামা ব্র্যান্ড সিমন আনুষ্ঠানিকভাবে আকিজ ভেঞ্চার গ্রুপের অংশীদারিত্বে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর এক হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশে সিমনের যাত্রা শুরু হয়।
১৯১৬ সালে প্রতিষ্ঠিত সিমন বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। সুইচ, সকেট, লাইটিং পণ্য এবং স্মার্ট হোম সিস্টেমের জন্য বিশ্বব্যাপী ব্র্যান্ডটি সুপরিচিত।
অংশীদারিত্বের মাধ্যমে সিমন বাংলাদেশের বাজারে আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি এবং স্মার্ট লাইফস্টাইল সমাধান উপস্থাপনের পরিকল্পনা করেছে।
আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, "সিমনের ১০৯ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবন এখন বাংলাদেশের ভোক্তাদের জন্য সুফল বয়ে আনবে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব দেশের মানুষের জন্য নিরাপদ, আধুনিক ও প্রিমিয়াম মানের বৈদ্যুতিক সমাধান নিশ্চিত করবে। ইউরোপীয় স্মার্ট প্রযুক্তি ও সর্বোচ্চ নিরাপত্তা মান অনুসরণ করে আমরা দেশের বৈদ্যুতিক শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করতে চাই।"
বর্তমানে আকিজ ভেঞ্চার গ্রুপ হবিগঞ্জের নিজস্ব কারখানায় সুইচ, সকেট ও লাইটিং সামগ্রী উৎপাদন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর কিম (স্পেন), বিজনেস ডিরেক্টর ডেরেক ডাই (এপ্যাক), দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমের সদস্যরা।
অনুষ্ঠানে সিমন তাদের প্রিমিয়াম মানের সুইচ, সকেট ও স্মার্ট হোম সলিউশন উন্মোচন করে। পণ্যগুলো আজ (শনিবার) রাত ৮টা পর্যন্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হল রুম ও পদ্মা হলে প্রদর্শিত হবে।
