নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে স্মারকলিপি ও শীর্ষ নেতাদের বৈঠকের ঘোষণা জামায়াতের
দেশের রাজনৈতিক পরিস্থিতিতে চলমান সংকটের মধ্যেই আগামী নভেম্বরে 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়ন ও গণদাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়াসহ আগামী ৩ নভেম্বর শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে দলটি জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার আলোকে 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়নের জন্য সরকারের কাছে তিন ধাপে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হবে। সংবিধান-সংশ্লিষ্ট ৪৮টি বিষয়ে গণভোট আয়োজন না করলে আইনগতভাবে সনদটি কার্যকর হবে না। তারা জানিয়েছে, নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে।
দলগুলো পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। সংবাদ সম্মেলনে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান এবং ৩ নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাগপাসহ কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তারা দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হয়ে জনগণের দাবি আদায়ের আহ্বান জানিয়েছেন।
