জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণে যুবক নিহত: ৪ আসামি কারাগারে
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর তারিখ ধার্য করা হয়েছে।
কারাগারে পাঠানো চার আসামি হলেন- মো. সাজু (৩২), রুস্তুম (৩৫), মো. আরমান (৩৮) এবং মো. সাজু ওরফে সাঞ্জু ওরফে সাব্বির (২৪)।
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন তাদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির তারিখ হিসেবে আগামী ২৭ অক্টোবর নির্ধারণ করেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, আদালত রিমান্ড আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে আসামিদের বিচারিক হেফাজতে পাঠিয়েছেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, তদন্তে এ আসামিদের মামলার সঙ্গে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত এখনো চলমান। গ্রেপ্তারকৃত আসামিরা এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আসামিদের অবস্থান সম্পর্কে অবগত। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এতে ঘটনায় জড়িত অন্যদের সনাক্ত ও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে। তাই সাত দিনের রিমান্ড একান্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় ৫০-৬০ জন আসামি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণের শব্দ শুনে বাদী ও আশপাশের লোকজন বাসা থেকে বেরিয়ে আসেন।
একপর্যায়ে আসামি মো. চুয়া সেলিম (৩৫) বালতির ভেতর থেকে বোমা বের করে আসামি সাজ্জাদ গোলাপীর (১৯) হাতে দেন। এরপর সাজ্জাদের ভাই জাহিদকে লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করলে সেটি জাহিদের মাথার পেছনে বিস্ফোরিত হয়। এতে তার মাথার খুলি ভেঙে ছিন্নভিন্ন হয়ে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহত জাহিদের বোন মদিনা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মোট ২৭ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
