নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
আগামী নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসেই অন্তত ২০০ আসনে দলীয় প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী জোটের বিষয়ে সালাহউদ্দিন বলেন, 'বড় জোট গঠনের প্রক্রিয়া চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।'
তিনি বলেন, 'নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে।'
তবে আরপিও সংশোধন অনুযায়ী 'জোটের প্রার্থী হলেও নিজ দলের প্রতীকে ভোটে লড়তে হবে'—এ বিষয়ে বিএনপি একমত নয় জানিয়ে সালাহউদ্দিন বলেন, 'এতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে।'
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে কোন কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন—এমন প্রশ্নের জবাবে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, 'আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কি না। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নিন।'
