প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর, ওটিপি আসবে ইমেইলে
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে তারা বাংলাদেশি মোবাইল নম্বরের পরিবর্তে ইমেইলে পাঠানো ওয়ান-টাইম (একবার ব্যবহার্য) পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, অনলাইন রিটার্ন দাখিলে প্রবাসী করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগে ই-রিটার্ন পোর্টালে নিবন্ধনের সময় বাংলাদেশি মোবাইল সিমে পাঠানো ওটিপি ব্যবহার বাধ্যতামূলক থাকায় অনেকে সমস্যায় পড়তেন।
সেবা নিতে প্রবাসী করদাতাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসার কপি, ইমেইল এড্রেস ও সাম্প্রতিক ছবি (ereturn@etaxnbr.gov.bd) ঠিকানায় ইমেইল করতে হবে।
যাচাই সম্পন্ন হলে প্রবাসী করদাতারা ইমেইলের মাধ্যমে নিবন্ধনের লিংক ও ওটিপি পাবেন, যার মাধ্যমে তারা ই-রিটার্ন নিবন্ধন সম্পন্ন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
যদিও প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তবুও এনবিআর জানিয়েছে—অনলাইন সুবিধা, তাৎক্ষণিকভাবে কাজ সম্পন্ন ও স্বয়ংক্রিয়ভাবে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পেয়ে যাওয়ায় অনেকেই ই-রিটার্ন পদ্ধতির দিকে ঝুঁকেছেন।
এনবিআর আরও জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। দেশ ও বিদেশে অবস্থানরত সব করদাতাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিলের আহ্বান জানানো হয়েছে।
