যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের শুল্ক কমিয়ে ১৫–১৬ শতাংশ করার চুক্তির কাছাকাছি ভারত

দীর্ঘদিনের অচলাবস্থার পর ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। প্রস্তাবিত এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রপ্তানিতে শুল্কহার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৫–১৬ শতাংশে নামিয়ে আনা হতে পারে বলে জানা গেছে।
বুধবার (২২ অক্টোবর) ভারতীয় একটি সংবাদমাধ্যম তিনজন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত চুক্তিটি মূলত জ্বালানি ও কৃষি খাতকে কেন্দ্র করে হবে। এর অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমিয়ে আনতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
তবে এ বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২১ অক্টোবর) জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ট্রাম্প জানান, আলোচনার কেন্দ্রে ছিল বাণিজ্য, পাশাপাশি জ্বালানিও আলোচনায় এসেছে।
ট্রাম্পের দাবি, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ সীমিত রাখবে। অন্যদিকে, মোদি ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করলেও আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি।
প্রতিবেদন অনুযায়ী, আলোচনার অংশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্র থেকে জেনেটিক্যালি পরিবর্তিত নয় এমন ভুট্টা ও সয়ামিল আমদানি বাড়ানোর অনুমতি দিতে পারে। একই সঙ্গে চুক্তিতে নির্দিষ্ট সময় পরপর শুল্কহার ও বাজার প্রবেশাধিকারের পুনর্বিবেচনা ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হতে পারে।
সূত্রগুলো আরও জানিয়েছে, বহুল প্রতীক্ষিত এ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চূড়ান্ত ঘোষণা আসন্ন আসিয়ান সম্মেলনেই দেওয়া হতে পারে।