একটি রাজনৈতিক দল আমাকে ক্ষমা চাইতে আহ্বান করেছে, বিষয়টিকে স্বাগত জানাই: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, "একটি রাজনৈতিক দল আমাকে ক্ষমা চাইতে আহ্বান করেছে। এটিকে আমরা স্বাগত জানাই। গণতান্ত্রিক চর্চা এমনই হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সঙ্গে তারা কথাগুলো বলেছেন।"
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "আমার বক্তব্যকে আংশিক কাটছাঁট করে প্রচার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম—'জুলাই যোদ্ধা' নামের একটি সংগঠন আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ঐকমত্য কমিশনের সঙ্গেও যোগাযোগ করেছিল। তাদের যৌক্তিক দাবি নিয়ে আমি নিজেও ফেসবুকে পোস্ট দিয়েছি।"
তিনি বলেন, "পরে ঐকমত্য কমিশন জুলাই সনদ সংশোধন করেছে। এরপরও তাদের অসন্তোষ থাকার কথা নয়। সেখানে যে বিশৃঙ্খলা হয়েছে, আমি খোঁজ নিয়েছি—বিষয়টি তদন্তাধীন আছে।"
"দেখা গেছে, জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্রনামধারী উচ্ছৃঙ্খল লোক সেখানে প্রবেশ করে। তারা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। আওয়ামী লীগ বাহিনী বিভিন্ন জায়গায় এখনো বিশৃঙ্খলা করার চেষ্টা করছে—সেটা গতদিন দৃশ্যমান হয়েছে। এখানে (সংসদের সামনে) জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত সঠিক কোনো সংগঠন বা যোদ্ধা থাকতে পারে না। এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য," যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, "এ বক্তব্যের মাধ্যমে আমি জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য কেউ জুলাই যোদ্ধাদের দায়ী করতে না পারে এবং তাদের সম্মানহানি না হয়।"
এর আগে, 'জুলাই যোদ্ধা' নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী জুলাই সনদ সইয়ের দিন সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার (১৮ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা ইতিহাস বিকৃতি। তিনি (সালাহউদ্দিন আহমদ) যেন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চান এবং প্রকৃত ইতিহাস শুনে বোঝেন কারা রাজপথে লড়েছেন।"
এদিকে দেশে পরপর কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাকেও একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন সদস্য সালাহউদ্দিন আহমদ।
এ প্রসঙ্গে তিনি বলেন, "বিষয়গুলো তদন্তাধীন আছে। এখনই কথা বলা উচিত হবে না। তবে আমার মনে হয়—কিছু কিছু ঘটনা একই সূত্রে গাঁথা। দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য কোনো কোনো গোষ্ঠী এগুলো করে থাকতে পারে। এর সঙ্গে পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে। তবে এটা তদন্তের আগে বলা যাবে না।"