জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে এটি ‘গণপ্রতারণা ও জাতির সঙ্গে প্রহসন’ হবে: নাহিদ ইসলাম

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে তা 'গণপ্রতারণা ও জাতির সঙ্গে প্রহসন' হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের 'প্রতীক নন' উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির কোনো সাংবিধানিক আদেশ জনগণের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই কেবল জুলাই সনদকে আইনি বৈধতা দিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, 'জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে এটি কেবল আনুষ্ঠানিকতা, এটি গণপ্রতারণা ও জাতির সঙ্গে প্রহসন হবে। সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেবল ঐকমত্য নয়, সাংবিধানিক বৈধতা অপরিহার্য। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটাতে হবে। তবেই এই উদ্যোগ অর্থবহ হবে, নইলে এটি গণপ্রতারণা হিসেবেই বিবেচিত হবে।'
তিনি আরও বলেন, 'প্রেসিডেন্ট থেকে কোনো সাংবিধানিক আদেশ এলে তা জনগণের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এই সনদকে আইনি বৈধতা দিতে পারেন কেবল সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস, যিনি গণঅভ্যুত্থানের সময় ছাত্র–জনতার আহ্বানে দায়িত্ব নিয়েছিলেন।'
এনসিপির আহ্বায়ক বলেন, 'আমরা চাই না ৯০-এর গণঅভ্যুত্থানের মতো আবারও জনগণের আকাঙ্ক্ষাকে প্রতারিত করা হোক। এই সংস্কারের মধ্য দিয়েই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।'
এনসিপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, 'আমরা অনুষ্ঠানে যাইনি, কারণ আমাদের অবস্থান অন্য দলগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। আমাদের লড়াই শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়—এটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে একটি গণতান্ত্রিক আন্দোলন।'
ঐকমত্য কমিশন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 'আমরা কমিশনের প্রচেষ্টার প্রশংসা করি, কিন্তু তারা অনেক সময় দৃঢ় অবস্থান নিতে পারেননি। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা অসমাপ্ত রয়ে গেছে।'
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বাচনি প্রতীক নিয়ে তিনি বলেন , 'নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। শাপলা প্রতীক নিয়ে আমাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—তারা আইনি ব্যাখ্যা না দিয়ে ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারে না।'
বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 'জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা ইতিহাস বিকৃতি। তিনি যেন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চান এবং প্রকৃত ইতিহাস শুনে বোঝেন কারা রাজপথে লড়েছেন।'
এছাড়া সংবাদ সম্মেলন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন লিখিত বক্তব্যে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের প্রতি অসম্মানজনক আচরণ এবং ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে অস্পষ্টতা—এই তিনটি কারণ দেখিয়ে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি। দলটির মতে, সনদকে আইনি ভিত্তি না দিলে এটি কেবল রাজনৈতিক সমঝোতার কাগজে পরিণত হবে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
এছাড়াও সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।