রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু ছিল: পর্যবেক্ষক দল

ব্যবস্থাপনায় কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক দলের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, 'বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারের তুলনায় ভোট গ্রহণের ব্যবস্থাপনার সুযোগ কম থাকায় বাইরে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। এছাড়া ব্যালট বাক্স স্বচ্ছ থাকায় ভোটার কাকে ভোট দিচ্ছেন তা দেখা যাচ্ছিল। তবে, আমরা প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে নির্বাচনী এজেন্টদের সঙ্গে কথা বলেছি, তারা ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।'
তিনি আরও বলেন, 'নির্বাচন শুরুর পর থেকে আমরা প্রতিটি ভোটকেন্দ্রে গিয়েছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি এবং ভোটগ্রহণের বিষয়টি পর্যবেক্ষণ করেছি। এ সংক্রান্ত একটি লিখিত প্রতিবেদন আমরা রেজিস্ট্রার বরাবর জমা দিয়েছি। আমরা দেখেছি, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এজেন্টদের কাছ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।'
পর্যবেক্ষণ টিমের সভাপতি বলেন, 'আমাদের কাছে কেউ ভোট কারচুপির অভিযোগ করেনি, আমরাও পাইনি। তবে কিছু হলে ভোটারের সংখ্যা বেশি হওয়ায় সেখানে ভোট দিতে বেশি সময় লেগেছে। আসন বেশি থাকলেও ব্যবস্থাপনা তুলনামূলকভাবে দুর্বল ছিল।'
সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।