হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর মাদানি এভিনিউয়ের ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে তাঁকে হাসপাতালে নেওয়ার পর, দুপুরের দিকে সিটি স্ক্যান করা হয়। আগামীকাল আরো কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার পর বৃহস্পতিবার তাঁর একটি অপারেশন হওয়ার কথা রয়েছে।
পরে রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, "অপারেশনের পূর্বে পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হচ্ছে। মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলুন, আমিন।"