উপদেষ্টাদের জন্য নয়, অনিয়ম-দুর্নীতি থেকে এই জাতির ‘সেইফ এক্সিট’ দরকার: আসিফ নজরুল

উপদেষ্টাদের কারো কোনো 'সেইফ এক্সিট'-এর প্রয়োজন নেই; তবে অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির 'সেইফ এক্সিট' দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ নিয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের পথে এ সরকার অনেকটা এগিয়েছে; বাকি কাজ করবে পরবর্তী সরকার।"
তিনি আরও বলেন, "রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেননি। নিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর ইচ্ছায়। দেশের মানুষ যেন আর অন্যায়-অবিচারের শিকার না হন, সেই প্রত্যাশা করি।"
সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "আগের মতো গুম-খুন-নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিতে ভেঙে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে।"
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা 'সেফ এক্সিট' বা নিরাপদে সরে যাওয়ার উপায় খুঁজছেন বলে অভিযোগ তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা।
প্রথমে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে উপদেষ্টারদের 'সেফ এক্সিট'-এর বিষয়টি তোলেন। পরে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও একই বিষয়ে বক্তব্য দেন এনসিপির এক সভায়। তাদের এ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা।