আপনাদের অবস্থা ছিল হৈমন্তী শুক্লার গানের মতো, ‘আমার বলার কিছু ছিল না’: ইসি তাহমিদা

বিগত দিনে নির্বাচন কর্মকর্তারা যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ ছিলেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম তাহমিদা আহমদ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলনে তিনি মন্তব্য করেন।
বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ''আমরা দেখেছি, আপনারা দায়িত্ব পালন করতে পারেননি। আপনাদের অবস্থা ছিল হৈমন্তী শুক্লার গানের মতো: 'আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম...।''
এই বক্তব্যের পর উপস্থিত নির্বাচন কর্মকর্তারা হাততালি দেন।
তিনি আরও বলেন, 'তবে এটাও ঠিক, আমরা সবাই কি শুধু চেয়ে চেয়ে দেখেছিলাম? কেউ কেউ কিন্তু আবার একটু বেশি উৎসাহীও হয়েছিলেন। এটা আমি আত্মসমালোচনার জন্য বললাম, এটাকে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না।'
আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'কিন্তু এবার হবে উল্টো। মানে চেয়ে চেয়ে দেখার আর সময় থাকবে না। আপনারা খালি কাজ করতেই থাকবেন। এবার আমাদের দায়িত্ব পালন করব। কী বলেন?'
বেগম তাহমিদা আহমদ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'এ নির্বাচন উঠিয়ে আনতে আপনারা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সামনে যারা বসে আছেন, তারা সবাই আগামী নির্বাচনের মূল কারিগর।'
তিনি আরও বলেন, 'কিছু শব্দ এমনভাবে বলা হয়েছে যে আমরা নেগেটিভ বানিয়েছি। একটা শব্দ হচ্ছে জিরো টলারেন্স। এ শব্দ শুনলে সবাই হাসে। এ শব্দগুলো আবার যথাস্থানে বসাতে হবে।'